পটুয়াখালীর ব্যবসায়ী শিবু লাল দাস ও তার ব্যক্তিগত ড্রাইভার মিরাজকে অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে প্রাথমিকভাবে ৬ জনকে আলামতসহ গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে আজ রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাঈনুল হাসান।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল সোমবার রাতে অপহরণের ২৪ ঘণ্টা পর অক্ষত অবস্থায় একটি শপিংমলের আন্ডারগ্রাউন্ড থেকে শিবু লাল দাসকে উদ্ধার করে পুলিশ। পরে তার ব্যক্তিগত ড্রাইভারকেও উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা