নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাও, টিসিবির গাড়ি- দোকানের সংখ্যা বৃদ্ধি করো, স্থায়ী রেশনিং ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালু করাসহ বিভিন্ন দাবিতে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা।
রবিবার সকাল ১১টায় বগুড়া জেলা শহরের সাতমাথায় জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম জিন্নার সভাপতিত্বে গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোঃ আমিনুল ফরিদ, কমরেড এ্যাড. দুলাল কুন্ডু, হরি সংকর সাহা, হাসান আলী শেখ, সাজেদুর রহমান ঝিলাম, ডাঃ বিভুতী ভুষণ শীল, মতিয়ার রহমান, শাহনিয়াজ কবির খান পাপ্পু, শাজাহান আলী সাজা, সুলতান আহমেদ রবিন, সোহাগ মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ