রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর প্রবেশপথ সংলগ্ন এলাকা থেকে শাহ আলম (৩৩) নামে এক কৃষি শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোজাম্মেলন প্রমানিকের ছেলে।
স্থানীয়রা বলেন, রবিবার সকালে দৌলতদিয়া যৌনপল্লীর প্রবেশপথের দক্ষিণ পাশের সামনে অব্যহৃত রেলের মধ্যে একজনের মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নেতা জাতীয় দ্রব্য সেবনের পর স্টোক করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে সে নেশাগ্রস্থ ছিলেন। ঘটনাটি রেলওয়ে পুলিশের এলাকার মধ্যে থাকার মরদেহ উদ্ধার পরবর্তী পদক্ষেপ রেলওয়ে পুলিশ গ্রহণ করবেন।
বিডি প্রতিদিন/এএম