নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৩। এসময় ১০০ বোতল ফেন্সিডিল এবং ২১ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রবিবার র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়।
এর আগে শনিবার সিদ্ধিরগঞ্জে বিশেষ চেকপোষ্ট স্থাপন করে আসামীদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলো কুমিল্লা জেলার চান্দিনা থানার মোঃ জালাল হোসেন (৩৮) এবং একই জেলার কোতয়ালী থানার মোঃ মাইনুল হোসেন(৪১)
র্যাব জানায়, আটককৃতরা কুমিল্লা জেলা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বাসে করে মাদক নিয়ে আসছিল। আমরা গোপন সংবাদের মাধ্যমে খবর জানতে পারি। তারা দীর্ঘদিন যাবত এ অভিনব কৌশলে গাঁজা ও ফেনসিডিল কুমিল্লা জেলা থেকে এনে নারায়ণগঞ্জসহ আশপাশের জেলায় সরবরাহ করতো।
বিডি প্রতিদিন/এএ