ফরিদপুর জেলা বিএনপির সদ্য গঠিত নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আলোচনা সভা করেছে চরভদ্রাসন উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন। আজ শনিবার বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের গার্লস স্কুল রোড সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহজাহান শিকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লা ও সাধারন সম্পাদক মো. কুদ্দুস আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক সাংগঠনিক সম্পাদক এ জিএম বাদল আমীন,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আ. আলী মৃধা,সাবেক যুবদলের সভাপতি আরমান আলী শিকদার, সাবেক ছাত্র দলের সহ-সভাপতি ফারুক হোসেন মৃধা, সাবেক যুবদলের আহবায়ক মোজাফফর হোসেন জাফর,উপজেলা ছাত্র দলের আহবায়ক শুভ সালাউদ্দীন মোল্যা প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজনৈতিক দাবি আদায়ের লক্ষ্যে কাজ করার জন্য একাত্বতা প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ