মেয়াদউত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে এবং সেমাই কারখানায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মিশ্রণের অপরাধে জরিমানা আদায় করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ রুমি।
শনিবার সকালে দিনাজপুরের পার্বতীপুরের দাগলাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। মমতাজ রুমি জানান, পার্বতীপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে শহীদুল মেডিকেল হলকে ৪৫ ধারায় ৪০০০ টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান শ্যাম্পল বিক্রয় অপরাধে শফিক ফার্মেসিকে ৫১ ধারায় ৩০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও বর্ষা লাচ্ছা সেমাই কারখানাকে ক্ষতিকর রং মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ৭০০০ টাকাসহ মোট ১৪,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, জনসাধারণের অধিকার আদায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সর্বদা তৎপর। এরই ধারাবাহিকতায় জনস্বার্থে দিনাজপুরে বিভিন্ন এলাকায় অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল