পবিত্র ঈদ উল ফিতরে পাবনায় ৩৭৩ টি গৃহহীন পরিবারকে নতুন ঘর উপহার দিচ্ছে সরকার। আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন পরিবারের মাঝে ভূমিসহ ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।
শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। জেলা প্রশাসক জানান, মুজিববর্ষে গৃহহীন পরিবারকে ঘর প্রদানের ধারাবাহিক কার্যক্রমে এ পর্যায়ে পাবনা সদরে ৪৭টি, আটঘরিয়ায় ২৮ টি, ঈশ্বরদীতে ৬০, চাটমোহর ২২, ভাঙ্গুড়া ১০, ফরিদপুর ৮, বেড়া ৫০, সুজানগর ১৮, সাথিয়া ১৩০ টি মিলিয়ে ৩৭৩ টি ঘর প্রদান করা হবে।
জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধায়নে ঘর নির্মাণ শেষে উপকারভোগী নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনের দুদিন আগে তাদের ঘরের দখল বুঝিয়ে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খানসহ জেলায় কর্মরত সংবাদকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল