পবিত্র রমজান উপলক্ষে দিনাজপুরের এতিম শিশু ও বৃদ্ধদের সাথে নিয়ে ইফতার ও রাতের খাবারের আয়োজন করে ৯৬ হাজার সদস্যের পরিবার সোশ্যাল গ্রুপ ‘হৃদয়ে দিনাজপুর’ এর পরিচালকবৃন্দ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার দারাইল এতিমখানা ও মাদ্রাসায় এ আয়োজন করা হয়। এ সময় গ্রুপের পরিচালক মামুনুর রশিদ, মোতাহার, দিলশাদ সাকিব জন, জারিন তাসনিম অঙ্কিতাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় গ্রুপের পরিচালকবৃন্দরা বলেন, দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ঘটনা, জানা-অজানা নানা বিষয়সহ প্রচারণায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এ গ্রুপটি। ৯৬ হাজার সদস্যের পরিবার ‘হৃদয়ে দিনাজপুর’ গ্রুপ। গ্রুপের পক্ষ থেকে এ আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের কল্যাণে সর্বদা পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
বিডি প্রতিদিন/আবু জাফর