"সঠিক পুষ্টিতে সুস্থ জীবন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন হয়েছে। আজ শনিবার বিকাল ৫টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল মিলনায়তনে পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পুষ্টি সপ্তাহ চলবে ২৯ এপ্রিল পর্যন্ত । চলমান পুষ্টি সপ্তাহে পুষ্টি বিষয়ক নানান কার্যক্রম পালন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ও পুষ্টি সপ্তাহ উদযাপনের সদস্য সচিব ডা. মো: খালেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রেখা পারভীন, ঘোষপুর ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন নবাব, বোয়ালমারী জজ একাডেমীর প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যাপক মো. আলমগীর হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক হোসেন, এ্যাড. কোরবান আলী। অনুষ্ঠানে অপুষ্টি ও অতিপুষ্টি নিয়ে আলোচনা জোরদার করা হয়।
বিডি প্রতিদিন/এএম