জমিজমা সংক্রান্ত বিবাদে খুলনা রূপসায় চিত্ত বালা (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার উপজেলার ঘাটভোগ শিয়ালী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চিত্ত বালা গ্রামে মৃত নিরোধ বালার ছেলে।
রূপসা থানা পুলিশে উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, চিত্ত বালার সঙ্গে তার চাচাতো ভাই সমির বালার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। জমির সীমানা নির্ধারণ নিয়ে বিবাদে শনিবার দুপুরে চিত্ত বালাকে মারপিট করা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। মারামারি ঠেকিয়ে তাকে বাড়িতে নেওয়া হয়। কিন্তু সেখানে আরও অসুস্থ হয়ে পড়লে তাকে রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর দু’পক্ষই পুলিশের নিকট মারামারির অভিযোগ জানিয়েছে।
বিডি প্রতিদিন/এএম