বরিশালের সাংবাদিকদের সন্মানে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাতের আয়োজন করেছে জেলা (দক্ষিণ) বিএনপি। শনিবার বিকেলে নগরীর বান্দ রোডের একটি রেস্টেুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান।
জেলা (দক্ষিণ) বিএনপি’র আহ্বায়ক মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আক্তার হোসেন মেবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, মেজবাদ্দিন ফরহাদ ও আবুল হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ। এছাড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলুসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম