যানজট নিরসনে কর্তব্যরত প্রায় তিন শতাধিক পুলিশদের মাঝে ইফতার বিতরণ করেছেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা। সোমবার বিকেলে বগুড়া শহরের সাতমাথা, থানা মোড়, বড়গোলা, দত্তবাড়ী, মাটিডালি, চারমাথা ও তিন মাথা রেলগেট এলাকায় কর্তব্যরতদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, (ডিএসবি) মোতাহার হোসেন, (সদর সার্কেল) শরাফত ইসলাম, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম, ডিবি ইনচার্জ সাইহান ওলিউল্লাহ, পুলিশ পরিদর্শক অপারেশন শাহিনুজ্জামান শাহিন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল