জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় গোলাম মাহফুজ চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে ৯৯ লাখ ১০ হাজার ৭৯৪ টাকা অসঙ্গতিপূর্ণ থাকায় একটি মামলা এবং অপর মামলায় গোলাম মাহফুজ ও তার স্ত্রীর নামে প্রায় ৩৬ লাখ টাকা অসঙ্গতিপূর্ণ থাকায় মামলা দায়ের করা হয়। সোমবার মামলা দুটি দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর আলম।
অভিযুক্ত গোলাম মাহফুজ অবসর জয়পুরহাট জেলার আক্কেলপুর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের আলহেরা আবাসিক এলাকার বাসিন্দা ও আক্কেলপুর থানার জামালগঞ্জের চকবিলা এলাকার মৃত গোলাম রসুল চৌধুরীর ছেলে। এছাড়া তিনি জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশন কর্তৃক মামলার এজাহার সূত্রে জানা যায়, গোলাম মাহফুজ অবসরের বিরুদ্ধে বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূর আলম মামলাটি দায়ের করেন।
মামলায় বলা হয়, গত ২০১৯ সালের ৭ জুলাই দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে হিসাব প্রদান করেন তিনি। দুদক কমিশনে দাখিলকৃত স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৬৯ লাখ ৩ হাজার ১৯৮ টাকা। তার দায়দেনা ছিল ৬৯ লাখ ৮৭ হাজার ৫০ টাকা। দুদক কর্মকর্তারা সম্পদ বিবরণী যাচাইকালে স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৭০ লাখ ৬৯ হাজার ১৯ টাকা পান। ১ লাখ ৬৫ হাজার ৮২১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। এছাড়া দুদক কর্মকর্তারা অবসরের সমস্ত আয় ব্যয়ের হিসাব করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯৯ লাখ ১০ হাজার ৭৯৪ টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ ঘুষ ও অবৈধ পন্থায় অর্জন করায় মামলায় দায়ের করেন।
দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর আলম জানান, দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ লাখ ৬৫ হাজার ৮২১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা বা ভিত্তিহীন ঘোষণা প্রদান ও তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯৯ লাখ ১০ হাজার ৭৯৪ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ ঘুষ ও অবৈধ পন্থায় অর্জন করেছে। এ কারণে একটি মামলায় শুধু অবসরকে অভিযুক্ত করা হয়েছে। অপর একটি মামলায় প্রায় ৩৬ লাখ টাকার তথ্য গোপন করে মিথ্যা বা ভিত্তিহীন ঘোষণা প্রদান করায় অবসর ও তার স্ত্রী কামরুন নাহার শিমুলকে অভিযুক্ত করা হয়।
বিডি প্রতিদিন/এমআই