ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়াসহ পরিবারের অন্যান্য সদস্যদের দোয়া কামনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এতে উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফুলপুর পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র আমিনুল হক, তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান লিটন, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তার ভূইয়া, ধোবাউরা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাবুল, উত্তর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হযরত আহমেদ শাকিব, সদস্য সচিব আমিনুল হক রোমান, উত্তর সেচ্ছাসেবদলের সহ-সভাপতি কামাল আহাম্মদে, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মন্ডল, উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, যুগ্ম আহ্বায়ক এইচ.এম জুয়েল, শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন মেম্বার প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন