পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে মঙ্গলবার ভূমিহীন ও গৃহহীন মানুষকে দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরসহ বাড়ি। ৩য় ধাপে ঠাকুরগাঁও জেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাবে মোট ২৬১২টি গৃহহীন পরিবার। তার মধ্যে মোট ১৪৬৬টি পরিবারের কাছে এই ঈদে ঈদ উপহার হিসেবে ঘর তুলে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে এক-যোগে গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। তারই অংশ হিসেবে এবার সারাদেশের মধ্যে এ জেলায় তৃতীয় পর্যায়ে ঘরের উদ্বোধন করা হবে। প্রতিটি ঘরের মূল্য ধরা হয় ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। তৃতীয় পর্যায়ে ঘর নির্মাণে ২২২.৭০ একর জমি উদ্ধার করা হয়েছে। যা ওই জমির আনুমানিক বাজার মূল্য প্রায় হাজার কোটি টাকা। আর সেই জমিতে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত আশ্রয়ণ প্রকল্পের ঘর তৈরি করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) মাহাববুর রহমান বলেন, আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন, গৃহহীন ২৬১২টি পরিবারকে দুই শতক জমিসহ ঘরের দলিল হস্তান্তর করবেন। ইতোমধ্যে সকল প্রস্তুত সম্পন্ন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম