চাঁপাইনবাবগঞ্জ শহররে নিমতলা এলাকায় তালাবদ্ধ কক্ষ থেকে আব্দুর রাকিব (৪৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে রাজশাহীন সিআইডি’র ক্রাইম সিনের সদস্যরা আসার পর পুলিশ লাশ উদ্ধার করে। নিহত রাকিব হচ্ছে একই এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায় রাকিব পেশায় অটোচালক হলেও খেলাধুলার প্রতি আগৃহ থাকায় এলঅকার ক্রীড়া সংগঠন নবারুন সংঘে স্বেচ্ছাশ্রমে কাজ করতো এবং ক্লাবের চাবি তার কাছেই থাকতো। সদর মডেল থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন বিষয়টির সত্যা নিশ্চিত করে জানান, আজ সকাল ৯টার দিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুপুরে সিআইডি’র ক্রামইম সিনের সদস্যরা আসার পর তালা ভেঙ্গে ঘরে প্রবেশের পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এদিকে নিহত রাকিবের স্ত্রী সাথী খাতুন জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তার স্বামী রাকিব বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। তিনি আরও জানান, তার স্বামী সৌদি আরব যাওয়ার জন্য কালাম নামে এক আদম ব্যবসায়ীকে সাড়ে ৩ লাখ টাকা দিয়েছিল। কালাম ২/৩ মাস আগে ভুয়া ভিসা দিয়েছিল রাকিবকে। এনিয়ে কালামের সাথে রাকিবের হাতাহাতির ঘটনা ঘটেছিল। এরপর সে বিদেশ পাঠানোর কথা বলে দফায় দফায় সময় নিচ্ছিল।
বিডি প্রতিদিন/এএম