গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদীর সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সমাজসেবক নূরে আলম সিদ্দিকী।
ইফতার ও মাহফিলে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কুদ্দুস খাঁন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, সাংবাদিক মাসুদ রানাসহ অনেকে। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম