রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় শহরের সজ্জনকান্দা নিজ বাসভবনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রায় ৭ হাজার নেতাকর্মী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
ইফতার মাহফিলে যুক্তরাজ্য বিএনপি নেতা হুমায়ন কবীর, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনছারী, এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সাবেক সহ সভাপতি অ্যাড. আসাদুজ্জামান লাল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী আহসান হাবীবসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন রাজবাড়ী ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ লোকমান হোসেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন