গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার অনুষ্ঠান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ অফিসার্স ক্লাব প্রাঙ্গনে এই ইফতার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, গণমাধ্যম কর্মী ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। ইফতার অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মো.হাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রায় ছয়শত মানুষের ইফতার করানো হয়।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, রমজান মাস সংযম ও ত্যাগের মাস, আমরা এই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জ জেলার ৬১২টি পরিবারকে ঘর ও জমি বরাদ্দ দেওয়ার ব্যবস্থা গ্রহন করেছি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘর ও জমি প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ