মুজিববর্ষে ৩য় ধাপে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে টাঙ্গাইলে ৩০৯টি ভূমি ও গৃহহীন পরিবার ঘর পেয়েছে। আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে বাসগৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। পরে টাঙ্গাইলের জেলা প্রশাসকের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে বাসগৃহের কবুলিয়ত দলিল তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার টাঙ্গাইল সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদসহ আরও অনেকে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলায় ৫০টি, ধনবাড়ীতে ২০টি, গোপালপুরে ১৫টি, মধুপুরে ২০টি, ঘাটাইলে ৬১টি, কালিহাতীতে ১৮টি, ভূঞাপুরে ১৫টি, দেলদুয়ারে ৩৫টি, নাগরপুরে ২২টি, মির্জাপুরে ১৮টি, এবং সখীপুর উপজেলায় ৩৫টি ঘর দেওয়া হয়েছে।
ঘর পাওয়া টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের বাসাচর গ্রামের মনিরা আক্তার বলেন, ‘আমাদের কোন জায়গা জমি এবং ঘর নেই। ঠিক মতো দু’বেলা খাওয়া দাওয়া করতে পারি না। আজ প্রধানমন্ত্রীর কারণে ঘর পেয়েছি। এতে আমি খুবই খুশি এবং আনন্দিত।’
বিডি প্রতিদিন/নাজমুল