সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেয়েছে ৪০৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার। মঙ্গলবার বেলা ১১টায় গণভবন থেকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বাড়ির দলিল হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রীর নির্দেশে উপকারভোগীদের কাছে জমি ও ঘরের দলিল তুলে দেন জেলা প্রশাসক।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, পুলিশ সুপারসহ সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল