কক্সবাজারের উখিয়া উপজেলার ২২০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পেয়েছেন নতুন ঘর। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উখিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন সজীব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. তাজউদ্দীন, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়া, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম সৈয়দ আলমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই