প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে যশোরের ৩শ ১৮টি পরিবার জমিসহ ঘর পেয়েছে। মঙ্গলবার দুপুরে সুবিধাভোগীদের মাঝে জমির দলিল হস্তান্তর প্রক্রিয়া উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে যশোর সদর উপজেলা কার্যালয়ে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান প্রধানমন্ত্রীর পক্ষে যশোরের ৮ উপজেলার ৩শ ১৮ পরিবারকে জমির দলিল হস্তান্তর করেন।
এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে যশোরের ৮ উপজেলায় এক হাজার একশ ৮১টি পরিবারকে জমিসহ নতুন ঘর দেওয়া হয়। তৃতীয় ধাপে মঙ্গলবার দেওয়া হলো ৩শ ১৮ পরিবারকে। পরবর্তী ধাপে আরও দুইশ ২৯ পরিবারকে জমিসহ ঘর দেওয়া হবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।
যশোর জেলা প্রশাসন থেকে আরও জানানো হয়েছে, তৃতীয় ধাপে সদর উপজেলায় ৮১টি, ঝিকরগাছায় ৪১টি, চৌগাছায় ৪৮টি, মণিরামপুরে ৪৮টি, অভয়নগরে ২৮টি, কেশবপুরে ৬১টি, বাঘারপাড়ায় ৫টি ও শার্শা উপজেলায় ৬টি পরিবারকে জমিসহ ঘরের দলিল বুঝিয়ে দেওয়া হয়েছে। জমিসহ নতুন ঘর পেয়ে উচ্ছাস প্রকাশ করে সুবিধাভোগীরা। মাথা গোঁজার ঠায় করে দেওয়ায় তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/এএ