ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকা ঘাতে বড় ভাই হোমিও ডাক্তার ফজলুর রহমান (৬৮) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বারোবাজারে এ ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত মজিবুর রহমান মাস্টারের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, পারিবারিক জমি নিয়ে দু-ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১টার দিকে ছোট ভাই হাফিজুর রহমান বারোবাজারে বড় ভাই ফজলুর রহমানের হোমিও ফার্মেসীতে যান। ওই সময় দুইভায়ের মধ্যে শুরু হয় কথাকাটি। এক পর্যায়ে হাফিজুর রহমান বড় ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা ফজলুর রহমানকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
বিডি প্রতিদিন/এএ