রংপুর নগরীতে ঈদ বাজারে সবচেয়ে বড় ভোগান্তি যানজট। নগরীর প্রাণ কেন্দ্র জাহাজ কোম্পানির মোড় থেকে টাউনহলের সামনে যেতে স্বাভািবক সময় লাগার কথা ৫ থেকে ৭ মিনিট। সেখানে অনেক ক্ষেত্রে সময় লাগছে ২৫ থেকে ৩০ মিনিট। ফলে ঈদবাজারে প্রতিদিন নগরবাসির সময় ঘন্টা নষ্ট হচ্ছে। নিয়ন্ত্রণহীন অটোরিকশা চলাচলে কারণে ঈদবাজার করতে আসা নারী-শিশুসহ সব বয়সী মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। ট্রাফিক বিভাগ নগরীর কয়েটি পয়েন্টে রিকশা ও অটো রিকশাকে অন্য পথে ঘুরিয়ে চলাচলের নির্দেশনা দিয়ে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করলে যানজটের কবল থেকে মুক্তি মিলছেনা নগরবাসির।
রাস্তা পারাপারে জনভোগান্তি দূর করতে সিটি করপোরেশন সিটি বাজারের সামনে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। কিন্তু ওই ফুট ওভার ব্রিজ দিয়ে এখন পর্যন্ত কোন মানুষজনকে চলাচল করতে দেখা যায়নি। স্থানীয়রা বলছেন, রংপুর মানুষ ফুট ওভার ব্রিজ দিয়ে চলাচলে অভ্যস্ত নয়। এছাড়া ব্রিজটি এত উচু যে নারী, শিশু ও বয়স্কদের পারাপারে কষ্ট হবে। যে উদ্দেশ্যে ফুট ওভার ব্রিজটি করা হয়েছে তা ব্যাহত হবে।
এদিকে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশন ব্যাটারি চালিত অটো রিকশা ও রিকশার লাইসেন্স দিয়েছে ৮ হাজার। এর মধ্যে অটো রিকশার ৫ হাজার এবং রিকশার ৩ হাজার। কিন্তু নগরীতে অটো রিকশা ও রিকশা চলছে ৩০ হাজারের বেশি। ঈদ উপলক্ষে বাইরের জেলা ও উপজেলা থেকে শত শত অটো রিকশা প্রবেশ করায় এই যানজট আরও তীব্র হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ