তৃতীয় দফায় বরিশাল জেলার ৪৫২টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমে উপকারভোগীদের হাতে ঘরের কাগজপত্র তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এর আগে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এই ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে ঘর বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে ভূমি ও গৃহহীনদের আরও ঘর দেওয়া হবে বলে জানিয়েছেন, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। একই সাথে বরিশাল বিভাগের ৬ জেলায় ৩ হাজার ২১০ টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করা হয়েছে।
এর আগে প্রথম ও দ্বিতীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪ হাজার ৬৬৭টি ঘর দেওয়া হয়েছে বরিশাল বিভাগের ৬ জেলায়।
বিডি প্রতিদিন/নাজমুল