ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানগাড়ীর দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আরো একজন। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১টার দিকে মধুখালী উপজেলার মেছেরদিয়া নামক স্থানে।
স্থানীয় এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস মেছেরদিয়া নামক স্থানে যাত্রীবাহী ভ্যানগাড়ীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানগাড়ীতে থাকা কামাল শেখ (৬০) ও রুবিয়া বেগম (৪৮) নামের দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ১ জন আহত হয়। স্থানীয়রা আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে পরে তাকে ফরিদপুরে পাঠিয়ে দেওয়া হয়।
ফরিদপুর করিমপুর হাইওয়ে থানার ওসি কঙ্কন কুমার বিশ্বাস জানান, দুর্ঘটনার পর পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। ঘাতক বাসটিকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএ