ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে নকল টাকার নোট সরবরাহকারী চক্র। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে এই চক্রটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে। এরই ধারাবাহিকতায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা অভিযান চালিয়ে ১৬ লাখ ৫০ হাজার টাকার জাল নোটসহ দু’জনকে আটক করেছে।
সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উখিয়ার লম্বাশিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১/ইস্ট এর এফ/৯ ব্লকের সোনা মিয়া চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় নকল টাকা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাইমুল হক।
আটক ব্যক্তিরা হলেন-উখিয়ার মরিচ্যার পশ্চিম হলদিয়া পালং এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মো. রহিম (২৩) ও একই এলাকার ফিরোজ মিয়ার ছেলে সারোয়ার কামাল (১৮)।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক জানান, আটক দু’জনের বিরুদ্ধে উখিয়া থানায় সোপর্দ ও তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এমআই