কুড়িগ্রামে পৌর এলাকার গোরস্থান পাড়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪র্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু ঘটেছে। নিহত ছাত্রের নাম প্রশান্ত কুমার (১২)।
প্রশান্ত পৌরসভার নিমবাগান কবিরাজ পাড়ার গোরস্থান পাড়ার বাসিন্দা পরশ কুমারের ছেলে। সে ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
এলাকাবাসী জানান, নিহত প্রশান্ত মঙ্গলবার দুপুরে বিদ্যুতের মেইন লাইনের পাশে গাছের ডাল কাটতে উঠেছিল। এসময় অসাবধানতাবশত মেইন তারের সঙ্গে সে বিদ্যুতায়িত হয়ে সেখান থেকে মাটিতে ছিটকে পড়ে। পরে খবর পেয়ে এলাকাবাসীরা ও ফায়ার-সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা