মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কক্সবাজারে ঈদুল ফিতরের উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের মুজিববর্ষের আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ের জেলার ৯ উপজেলার ৮৬৭ পরিবারকে আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করা হয়।
ভূমি ও গৃহহীন উপকারভোগি পরিবারের মাঝে ঘরের চাবি, জমির দলিল ও ঈদ সমাগ্রী চিনি, সেমাই, দুধ বিতরণ করেন জেলা প্রাশাসক মোঃ মামুনুর রশীদ।
এসময় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কানিজ ফাতেমা আহমেদ, পুলিশ সুপার হাসানুজ্জামান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এডভোকেট সিরাজুল মোস্তাফা, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ