আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তৃতীয় পর্যায়ে ২২০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও গৃহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মাঝে এসব গৃহ হস্তান্তর করা হয়।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিনের সভাপতিত্বে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌদুরী, ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুস্তাফিজুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেবসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।
ঘর পেয়ে চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম এলাকার দিনমজুর পবিত্র পাল (৫৫) বলেন, আমরা প্রধানমন্ত্রীর উপরে অনেক খুশি। আগে থাকার জায়গা ছিল না, এখন থাকার জায়গা পেলাম। ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামের বৃদ্ধা নুরজাহান বলেন, আমি বেজায় খুশি। আল্লাহ শেখ হাসিনাকে হায়াত দান করুক।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন জানান, এর আগে দুই দফায় ভাঙ্গায় ৩৮৯ জনকে জমিসহ ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এ দফায় ২২০ জন অন্তর্ভুক্ত হয়ে ভাঙ্গায় মোট ৬০৯ জন ভূমিহীন পরিবার সরকারের এ সুবিধা পেল।
বিডি প্রতিদিন/এমআই