ঈদ আনন্দ ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা উপহার দিয়েছে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন দিনাজপুরের বীরগঞ্জের লাল সবুজ উন্নয়ন সংঘ। অন্যদিকে ঈদ উপলক্ষে সেমাই চিনি বিতরণ করেছে ঘোড়াঘাটের রানীগঞ্জ নারী মুক্তি মহিলা সংগঠন। মঙ্গলবার পৃথকভাবে এসব বিতরন করা হয়।
বীরগঞ্জ পৌরসভার বীরগঞ্জ উপজেলা শাখার সদস্যরা একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে ঈদে বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ঈদের নতুন জামা উপহার দেন। এ সময় ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সিনিয়র সহসভাপতি সুজন মিয়া, সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ।
অপরদিকে, ঘোড়াঘাট উপজেলার আবিরের পাড়া (লোটোপাড়া) গ্রামের ২ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ করেন রানীগঞ্জ নারী মুক্তি মহিলা সংগঠনের সভানেত্রী মোছাঃ কোহিনুর আক্তার। এ সময় উপস্থিত ছিলেন রানীগঞ্জ নারী মুক্তি সংগঠনের নির্বাহী পরিচালক তৌফিক আহম্মেদ ও নাজমা বেগমসহ আরও অনেকে। সংগঠনটি প্রতি বছর এসব দুস্থ্য গরিব মহিলাদের মাঝে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করে আসছেন বলে জানান সংগঠনটির সভানেত্রী।
বিডি প্রতিদিন/এএ