নেত্রকোনায় তরুণদের নিয়ে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানে নেত্রকোনা’ ৭৫টি পরিবারকে দিলো ঈদের খুশি। শুক্রবার বিকেলে সাতপাই নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম মাঠে রক্তদানে নেত্রকোনা পরিবারের উদ্যোগে এতিম প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঈদ উপহার বিতরণ করা হয়।
এই উপহারে এবার আস্ত একটি মুরগিসহ তেল, ডাল, চাল, সেমাই ও মসলা দেওয়া হয়েছে। যাতে পুরোপুরি ঈদ আনন্দ করতে পারে একটি পরিবার।
কোনো ধরনের ভেদাভেদ যেন না থাকে ঈদের দিনে এ জন্যই নিজেদের অর্থ জোগানের মধ্য দিয়ে রক্তদানে নেত্রকোনা সংগঠনের তরুণরা এই উদ্যোগ নিয়েছে। উপহার নিতে আসা নারী-পুরুষরা নিজেরা ভ্যান থেকে বাছাই করে একটি করে মুরগি নিয়েছেন। হাসি খুশিতে বের হয়ে গেছেন এক এক করে। কোনো বিশৃঙ্খলা হয়নি।
সংগঠনটির সভাপতি এইচ এ জনি জানান, তারা শুধু মূমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তই দেন না। করোনাকালসহ বিভিন্ন দুর্যোগে এবং ঈদ পূজায় দরিদ্র মানুষের পাশেও থাকেন। যে কয়জনই হোক না কেন তারা তাদের মাঝে আনন্দ বিলিয়ে দিয়ে নিজেরা আনন্দ পান।
এসময় ঈদ খুশির উপহার নিতে আসা প্রতিবন্ধী মাসুদ খানসহ অন্যরা বলেন, যেকোনো স্থানের যেকোনো বিত্তবানরা যদি এই ছেলেদের মতো নিজেদের আনন্দ ভাগাভাগি করতে অল্প করে হলেও শুধু আশপাশের দিকে তাকান, তাহালে সকলের ঈদ পালনে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। কেউ গোস্ত খাবে কেউ খাবে না, এমনটি হবে না। ধনিরা নিজে কিনে খাবেন। আমরা এই ছেলেদের দেওয়া উপহার রান্না করে খাবো। পার্থক্য শুধু এইটুকুই।
বিডি প্রতিদিন/এমআই