কক্সবাজারের উখিয়া উপজেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন উখিয়া অনলাইন প্রেসক্লাবের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) বিকালে উখিয়া প্রেসক্লাব হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, রোহিঙ্গারা আগে আমাদের ঘাড়ে ছিল, এখন পুরো শরীরে ক্যান্সার হিসেবে রূপ নিতে শুরু করেছে। এ থেকে উত্তরণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণসহ সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস চৌধুরী, কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সহ-সভাপতি হুমায়ুন কবির জুশান প্রমুখ।
ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং শেষে মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সদস্য হাফেজ মো. ইমরান খান।
বিডি প্রতিদিন/আবু জাফর