মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ি এবং শরীয়তপুরের মাঝিকান্দি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ।
বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার রাত ৯টার দিকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধের এ ঘোষণা দেওয়া হয়। শনিবার সকাল থেকে আবারও যথাসময়ে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হবে।
ঈদ সামনে রেখে শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌপথে সকাল সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ৮৫টি লঞ্চ চলাচল করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ১৫৩টি স্পিডবোট। এ নৌপথে রয়েছে ছোট-বড় ১০টি ফেরি।
শিমুলিয়া নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন জানান, আবহাওয়া সারা দিন স্বাভাবিক ছিল। কিন্তু রাত ৯টার দিকে হঠাৎ প্রচণ্ড বাতাসের সঙ্গে ঝড় শুরু হয়। এ কারণে দুর্ঘটনা এড়াতে রাত ১০টার পরিবর্তে ৯টার দিকে শিমুলিয়া নদীবন্দরে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর