ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (৪৭) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত জয়নাল সদর উপজেলার বাড়ি পাঁচগাছিয়া ইউনিয়ন এর ভগবানপুর গ্রামের আবদুল জলিলের ছেলে। কয়েক মাস আগে তিনি দেশে এসেছেন।
মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, শুক্রবার রাত ৮টার দিকে মোটরসাইকেলটি ফতেপুর রেলওয়ে ওভারপাসের উপর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি আইল্যান্ডের সাথে ধাক্কা খায়। মোটরসাইকেলের পেছনে কাজী মাহবুবুল হাসান (৩৫) নামে আরেক আরোহী ছিলেন।
পুলিশ তাদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়নালকে মৃত ঘোষণা করেন। আহত মাহবুবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর