খাগড়াছড়ির অদূরে আলুটিলায় বসবাসকারী পাহাড়িদের পানি সংকট নিরসনে এগিয়ে এসেছে সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের অধীনে সেনাবাহিনীর সদস্যরা মোটর বসিয়ে ১০ হাজার লিটার সম্পন্ন পানির ট্যাংকির মাধ্যমে আলুটিলা পুনর্বাসন ১ ও ২ এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছেন।
শনিবার পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম। এসময় জোন কমান্ডার লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, জিটু-আই মেজর জাহিদ হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা উপস্থিত ছিলেন।
এর মাধ্যমে এলাকার ১৬০ পরিবারের সাড়ে ৩শ’ মানুষ সুপেয় পানির সুবিধা পাচ্ছে।
এরআগে এসব এলাকার মানুষ তীব্র পানি সংকটে ভুগছিলেন।
বিডি প্রতিদিন/কালাম