ঈদকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরের বিভিন্ন চরাঞ্চলে গরু চুরির হিড়িক পড়েছে। রাতের আঁধারে চোরের দল চরাঞ্চলের বিভিন্ন বাড়িতে হানা দিয়ে গরু চুরি করে নিয়ে যাচ্ছে। অনেক সময় গরুর মালিককে অস্ত্রের মুখে বেঁধে রেখে গরু নিয়ে যাচ্ছে চোরের দল। ফলে চরাঞ্চলের মানুষের মাঝে গরু চোর আতংক বিরাজ করছে। গরু চুরি বৃদ্ধি পাওয়ায় অনেক এলাকায় রাত জেগে পাহারা বসিয়েছে স্থানীয়রা। তারপরেও ঠেকানো যাচ্ছে না গরু চুরি। অনেক সময় চোরের দল গরু চুরি করে তা জবাই করে মাংস নিয়ে যাবার ঘটনাও ঘটছে।
স্থানীয়রা জানান, সদরপুর উপজেলার পদ্মার চরাঞ্চল হিসাবে পরিচিত চর মানাইর, ঢেউখালী, আকটেরচরসহ বিভিন্ন চরাঞ্চল এলাকায় গত এক মাসে কমপক্ষে অর্ধ শতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ ২৬ এপ্রিল রাতে চার মানাইর ইউনিয়নের কাজি কান্দি গ্রামের ছরোয়ার কাজীর দুটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। যার মূল্য ৩ লক্ষাধিক টাকার উপরে। পরের দিন ছরোয়ার কাজীর বাড়ীর প্রায় দুই কিলোমিটার দূরে একটি কাশবনে গরু দুইটি জবাই করা অবস্থায় পাওয়া যায়। যার একটির মাংস চোরের দল নিয়ে যেতে সক্ষম হয়। ধারনা করা হচ্ছে, একটি গরুর মাংস নিয়ে যেতে পারলেও ভোর হয়ে যাওয়ায় অন্য জবাইকৃত গরুটির মাংস নিতে পারেনি চোরের দলটি। ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া গ্রামের খলিল বেপারীর বাড়িতে চোরের দল হানা দিয়ে গরু চুরি করার সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়ে যায়।
সদরপুরের সদর ইউনিয়নের সতের রশি গ্রামের রাসেদ মোল্লার ডাঙ্গীসহ বিভিন্ন এলাকায় আশংকাজনক হারে গরু চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, চরাঞ্চলের মানুষের প্রধান আয়ের উৎস হলো মাছ ধরা ও পশু লালন পালন করে তা বিক্রি করা। চরাঞ্চলে বসতি কম থাকায় চোরের দলটি সেই সুযোগ কাজে লাগায়। বিভিন্ন সময় চুরি অব্যাহত থাকলেও ঈদকে সামনে রেখে গরু-ছাগল চুরির ঘটনা বৃদ্ধি পায়। অনেক সময় চোরের দল ইঞ্জিনচালিত নৌকা কিংবা ট্রলার নিয়ে বিভিন্ন বাড়ি থেকে গরু-ছাগল চুরি করে নির্বিঘ্নে নদী পাড়ি দিয়ে ঢাকার মানিকগঞ্জ, দোহার ও শরীয়তপুরে চলে যায়। গরু চুরি করতে গিয়ে চোরের দল বাঁধাপ্রাপ্ত হলে অনেক সময় গৃহস্থকে বেঁধে রেখে চুরি করে। অনেক সময় হামলার শিকারও হন গৃহস্তরা। অনেকের গরু চুরি হলেও তারা বিষয়টি থানায় জানান না। স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বারকে জানালেও কোন প্রতিকার না পাওয়ায় হতাশ চরাঞ্চলের গরু লালন-পালনকারী গৃহস্তরা।
সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, গরু চুরির বিষয়ে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। গরু চুরি ঠেকাতে এবং চোর ধরতে পুলিশ তৎপর রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল