পাবনার ঈশ্বরদীতে নসিমন উল্টে আব্দুর রহমান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন নসিমনে থাকা অপর দুইজন।
শনিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের রূপপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান পাবনার সাথিয়া থানার কাশিনাথপুর বাজার এলাকার আব্দুল আওয়ালের ছেলে।
পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে একটি মাইক্রোবাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে (পাবনা) আসা নসিমন গতি নিয়ন্ত্রণ না করতে পেরে উল্টে যায়। এসময় নসিমনে থাকা তিনযাত্রী আহত হয়। খবর পেয়ে পাকশী ঈশ্বরদী হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন