নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর শহরের বোসপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি'র সভাপতি সাবেক এমপি মাসুদ অরুণের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি'র প্রার্থী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী অ্যাড. গৌতম চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক ও আমজাদ হোসেন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, গাংনী উপজেলার সভাপতি রেজাউল হকসহ অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম