১৭ মে, ২০২২ ১৮:৫২

বাগেরহাট প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন

কার্যনির্বাহী কমিটির মেয়াদ দুই বছর

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন

প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা।

বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ মিলনায়তনে প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় নির্বাহী কমিটির মেয়াদকাল এক বছর থেকে উন্নীত করে ২ বছর করা হয়েছে। একই সাথে নির্বাচন প্রতি দুই বছর পরপর ৩১ ডিসেম্বরের মধ্যে করতে হবে। এবছর থেকে এই মেয়াদকাল কার্যকর হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধনের জন্য বিশেষ সাধারণ সভায় প্রস্তাবনাগুলো (১০ এর (ক) এবং ১৩এর (ক)) উপস্থাপন করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ক্লাবের সহ-সভাপতি ইসরাত জাহান, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, মো. দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান ও ক্রীড়া সম্পাদক এস এম রাজ।

আরও বক্তব্য দেন তথ্য ও প্রযুক্তি সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক, সদস্য মো. ইয়ামীন আলী, তরফদার রবিউল ইসলাম, শওকাত আলী বাবু, ফকির হাসান আলী, এসএস শোহান, আল আমিন খাঁন, নিয়ামুল হাদি রানা, খোন্দকার আকমল উদ্দীন সাখি ও আমিরুল হক বাবু প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর