ঘোষিত জাতীয় শিক্ষানীতি অতিসত্ত্বর বাস্তবায়ন, শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ চাই-সহ ১১দফা দাবীতে স্বারকলিপি দিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) দিনাজপুর শাখা।
বুধবার কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী দিনাজপুরে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর পক্ষ থেকে দেশের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবিতে মানববন্ধন শেষে স্মারকলিপি শিক্ষামন্ত্রী বরাবর দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর কাছে প্রদান করেছে।
বাকবিশিস দিনাজপুর জেলা কমিটির সভাপতি ও বিরল মহিলা কলেজের অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু ও জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং চাঁদগঞ্জ ডিগ্রী কলেজের জোষ্ঠ্য প্রভাষক মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে মানববন্ধন ও স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বুলিয়াবাজার কলেজের অধ্যক্ষ নাজমা শিরীন, কারেন্ট হাট কলেজের প্রভাষক মোঃ মিজানুর রহমান, কেবিএম কলেজের প্রভাষক ফারিয়া শারমিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন