বরগুনার আমতলী উপজেলার পৌর শহরে দু’টি মাংস বাজারে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে গরু জবাই করে মাংস বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং ভেজাল মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ মাংস বিক্রেতাকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার সকাল ৬টায় আমতলী পৌরসভার এ কে স্কুল সংলগ্ন এবং বাঁধঘাট মাংস বাজারে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমূল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডা. নাজমূল ইসলাম ও পৌর সভার স্বাস্থ্য পরিদর্শক মো. কবির হোসেন।
ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- কসাই আ. জলিল, শাহজাহান দুয়ারী, আ. রহমান, শাহজাহান মৃধা ও জাকির আকন। পরে ভবিষ্যতে তাদের অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই এবং মাংস বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর