নড়াইলের কালিয়ায় ‘পূর্ব শত্রুতার জেরে’ প্রতিপক্ষের সশস্ত্র হামলায় এক যুবককের ডান পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। এ সময় ঠেকাতে গেলে ওই যুবকের স্ত্রী, বাবা ও মাকেও এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় রগকাটা যুবককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহত অন্যান্যদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম সোহেল শেখ (২৮)। তিনি রাজমিস্ত্রি ও কৃষি কাজ করেন। তিনি ইউনিয়নের চাঁদপুর গ্রামের গোলাম রসুল শেখের ছেলে। এঘটনায় ওই যুবকের স্ত্রী মিম বেগম (২০),বাবা গোলাম রসুল শেখ (৭০) ও মা জামিলা বেগমকেও (৬৫) পিটিয়ে রক্তাক্ত জখম করেছে দূর্বৃত্তরা।
এ প্রসঙ্গে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন,‘হামলার ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। তবে এ বিষয়ে বুধবারের হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তবে বৃহস্পতিবারের ঘটনায় এখনও কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
বিডি প্রতিদিন/এএম