সিরাজগঞ্জের সলঙ্গায় বজ্রপাতে আব্দুল লতিফ সরকার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে থানার নলকা ইউনিয়নের হাটকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত করম আলী সরকারের ছেলে।
স্থানীয় নলকা ইউপি চেয়াারম্যান আবুবক্কার সিদ্দিক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে প্রচন্ড ঝড় ও বৃষ্টির সময় কৃষক আব্দুল লতিফ গোয়াল ঘরে গরু তোলার জন্য ঘর থেকে বের হন। এসময় বাড়ির উঠানে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম