২১ মে, ২০২২ ১৪:২৪

বরিশালে বিশ্ব মেডিটেশন দিবসে প্রশান্তিময় সময় কাটিয়েছেন অংশগ্রহণকারীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বিশ্ব মেডিটেশন দিবসে প্রশান্তিময় সময় কাটিয়েছেন অংশগ্রহণকারীরা

‘ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’ শ্লোগান নিয়ে বরিশালে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত নগরীর বঙ্গবন্ধু উদ্যান সহ ১১টি স্থানে একযোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বঙ্গবন্ধু উদ্যানে দিবসের প্রতিপাদ্য এবং তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক ফয়সাল মাহমুদ। 

বঙ্গবন্ধু উদ্যান ছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়, কেন্দ্রিয় শহীদ মিনার, বিএম কলেজ, আমতলা মুক্তিযোদ্ধা পার্ক, ত্রিশ গোডাউন এলাকা, কাঞ্চন উদ্যান, শহীদ সুকান্ত পার্ক সহ ১১টি স্থানে মেডিটেশন দিবসের কর্মসূচীতে বিভিন্ন এলাকার ও বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ’ মানুষ অংশগ্রহণ করেন। মেডিটেশন কর্মসূচীতে প্রশান্তিময় সময় কাটানোর কথা বলেছেন অংশগ্রহণকারীরা। 

এদিকে দিবসটি পালন উপলক্ষ্যে বিকেল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের নিয়ে এক চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করে কোয়ান্টাম ফাউন্ডেশন। 

বরিশাল সহ সারা দেশে দ্বিতীয় বারের মতো বিশ্ব মেডিটেশন দিবস পালন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর