২৩ মে, ২০২২ ০৯:০৭

আগৈলঝাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আগৈলঝাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী

প্রতীকী ছবি

বরিশালে আগৈলঝাড়া উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক স্কুলছাত্রী। 

রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন ওই উপজেলার পশ্চিম বাগধাঁ গ্রামে গিয়ে স্থানীয় কাওসার বাহাদুরের দশম শ্রেণিপড়ুয়া মেয়ের বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন। একই সাথে কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত ওই স্কুলছাত্রীকে বিয়ে করবে না বলে হবু বর একই গ্রামের সহিদ মিয়ার প্রবাসী ছেলে শরীফ মিয়ার কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর