মাদক কেনার টাকা নিয়ে বিরোধের জেরে বগুড়ার শাজাহানপুরে মিলন মিয়া (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। রবিবার (২২ মে) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ডেমাজানী বাজার এলাকায় নিজের সঙ্গীর ছুরিকাঘাতে তিনি আহত হন।
আহত মিলন ডেমাজানী এলাকার চান মিয়ার ছেলে। তাকে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানান, রবিবার রাতে ডেমাজানী স্কুল মার্কেটের একটি দোকানের সামনে মিলন, নুর ইসলাম ও সনেট নামে তিনজন দাঁড়িয়ে কথা বলছিল। এক পর্যায়ে রাত সাড়ে ৮ টার দিকে তাদের মাঝে মাদক কেনার জন্য টাকা সংগ্রহ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এভাবে বেশ কিছুক্ষণ চলার মাঝে নুর ইসলাম মিলনের গলায় ছুরিকাঘাত করে। বিষয়টি বাজারের লোকজন টের পেলে নুর ইসলাম ও সনেট সেখান থেকে পালিয়ে যান। পরে স্থানীয় একটি মেডিকেল সার্জিক্যালের দোকানে মিলনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে খবর পেয়ে মিলনের স্বজনরা এসে তাকে শজিমেক হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়া জানান, ওই তিন জন এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। তারা রাতের দিকে বাজারে এসে মাদক কেনার টাকা নিয়ে নিজেদের মাঝে ঝগড়া করছিল। ঝগড়ার এক পর্যায়ে মিলনকে ছুরিকাঘাত করে নুর ইসলাম। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। আর স্থানীয়রা শাজাহানপুর থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে এসআই শামিম হাসান, মিজানুর রহমান, আব্দুর রহমানসহ পুলিশের একটি দল ডেমাজানী বাজারে উপস্থিত হয়। এসআই শামিম বলেন, মাদক কেনার টাকা নিয়ে বিরোধে মিলন নামে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে বলে স্থানীয়দের কাছে খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশি অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ