ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ বালক (অনুর্ধ-১৭) অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নকে তিন-এক গোলে পরাজিত করে চরভদ্রাসন সদর ইউনিয়ন জয়ী হয়েছে।
সোমবার চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মূর্তজা আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক, মৎস কর্মকর্তা মো. মাহমুদুল হাসান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহমুদুল হক টিটু,ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির,আজাদ খান।
খেলায় ম্যান অফ দা টূর্নামেন্ট হিসেব মেহদী হাসান ও সেরা গোল দাতা হিসেবে মুরছালিন শিরোপা জিতেন। আগামী ২৯ মে ফরিদপুরে জেলা পর্যায়ের খেলায় অংশ নিতে যাবে চরভদ্রাসন উপজেলা দল।
বিডি প্রতিদিন/এএ