২৩ মে, ২০২২ ১৬:১২

নেত্রকোনায় ‘যুবরাই রুখবে মাদকের ভয়াবহতা’ শীর্ষক আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় ‘যুবরাই রুখবে মাদকের ভয়াবহতা’ শীর্ষক আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান

নেত্রকোনায় মাদকমুক্ত পরিবেশ বান্ধব সমাজের দাবিতে ‘যুবরাই রুখবে মাদকের ভয়াবহতা’ শীর্ষক এক আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার নেত্রকোনা শহরে কাটলী এলাকার বিএনপিএস প্লে গ্রাউন্ডে সভা ও ক্রীড়ানুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বেসরকারী সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবি সংগঠন জনউদ্যোগ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে। 

এতে জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পালের সঞ্চালনায় সিনিয়র সদস্য মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র এম মহসীন আলম। 

আলোচনা শেষে জনউদ্যোগ যুব ফোরাম, জনউদ্যোগ সদস্য এবং সুধি সমাজের আমন্ত্রিতদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যুবদের জন্য কুইজ প্রতিযোগিতা, চেয়ার খেলা, বিস্কুট খেলা এবং বয়স্কদের জন্য হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। 

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আলী হায়দার রাসেল, নারী প্রগতী সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, এডভোকেট শিল্পী ভট্টাচার্য প্রমুখ। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর